
কাকতাড়ুয়া -এম রহমান সাগর
দূর—বহুদূর— পরিমাপে এক মনের দূর, পরিমাণে যোজন যোজন দূর; অথচ মনের জানালা খুললেই সে দূরত্ব হয়ে যায় চোখের দূরত্ব। ওতোটুকু দূরত্ব পেরোলেই দেখা মিলে দূরভূমির—সে দূরভূমিতে শস্য ক্ষেত, সে ক্ষেতে কাকতাড়–য়া। কাকতাড়–য়ার আত্নজের মনটা বিষণ্ণ, মুখে কষ্টের অভিব্যক্তি— কত ধারদেনা আর কষ্ট করেই না ফসল ফলাতে হয়েছে। আর কটা দিন গেলেই ধান কাটতে পারবে। অথচ…